কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জমিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আবাসিক হল নির্মাণের দাবিতে দ্বিতীয় দিনের মতো সর্বাত্মক ধর্মঘট পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে কার্যত অচল হয়ে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ফটকসহ প্রধান ফটকে তালা ঝুলিয়ে ধর্মঘট শুরু করেছেন শিক্ষার্থীরা। কাউকে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না আন্দোলনকারী শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ করে সর্বাত্মক ধর্মঘট পালন করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না তারা। এদিন বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা একটি মিছিল বের করে। মিছিলটি ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে আবারও ক্যাম্পাসে ফিরে যায়। তবে ক্যাম্পাসের ভেতরে আন্দোলনকারীরা থেমে থেমে মিছিল অব্যাহত রেখেছেন।
এর আগে, গত বৃহস্পতিবার একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে রাস্তা অবরোধ করে সর্বাত্মক ধর্মঘট পালন করেন তারা। ওই দিন বিশ্ববিদ্যালয়ের ভেতরে শিক্ষকদেরকে প্রবেশ করতে দেওয়া হলেও কোন শিক্ষার্থী ভেতরে প্রবেশ করতে পারেনি। কোন বিভাগে ক্লাস-পরীক্ষা নিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত, নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কারাগারের জমিতে আবাসিক হল নির্মাণের দাবিতে গত ২ আগস্ট থেকে টানা আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এনিয়ে ২০তম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। ২০১৪ সালের ২৩ মার্চ কেন্দ্রীয় কারাগারের জমির দাবিতে জবি কর্তৃপক্ষ স্বরাষ্ট্রসচিব বরাবর আবেদন করে। কিন্তু এখনো এ বিষয়ে কোনো সাড়া মেলেনি। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৮ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৮তম জরুরি একাডেমিক সভা ডাকেন উপাচার্য। সেখান থেকে কেন্দ্রীয় কারাগারের পরিত্যক্ত জমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে স্থায়ীভাবে দিতে একাডেমিক কাউন্সিল সরকারের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/২১ আগস্ট ২০১৬/মাহবুব/হিমেল