ঢাকার কমলাপুর রেলস্টেশনে যাত্রীবাহী চলন্ত একটি ট্রেন প্ল্যাটফর্মের ওপরে উঠে গেলেও কোনো দুর্ঘটনা ঘটেনি। ফলে বেঁচে গেছেন ট্রেনের মধ্যে থাকা শতাধিক যাত্রী।
রবিবার বেলা ১১টার দিকে কমলাপুর রেলস্টেশনের নারায়ণগঞ্জ প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে বলে রেলস্টেশন সূত্রে জানা গেছে।
জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি লোকাল ট্রেন কমলাপুর রেলস্টেশনে এসে পৌঁছয়। নারায়ণগঞ্জ প্ল্যাটফর্মের কাছে এসে হঠাৎ গতি বেড়ে গেলে প্ল্যাটফর্মে উঠে যায় ট্রেনটি। এ সময় ট্রেনের মধ্যে শতাধিক যাত্রী অবস্থান করছিলেন। তবে কোনো ধরণের দুর্ঘটনা ঘটেনি।
বিডি-প্রতিদিন/২১ আগস্ট, ২০১৬/মাহবুব