সিলেট নগরীর টিলাগড় গোপালটিলা এলাকা থেকে ৬ লাখ টাকা ছিনতাইর ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে দুইজন নগরীর চিহ্নিত ছিনতাইকারী বলে পুলিশ জানিয়েছে। রবিবার তাদেরকে আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে এক লাখ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন: নগরীর বালুচরের চিহ্নিত ছিনতাইকারী বেলাল ওরফে পিংলা বেলাল, একই এলাকার নাছিমা বেগম ও উপশহরের সেলিম ওরফে বটলা সেলিম।
শাহপরাণ থানার ওসি শাহজালাল মুন্সী জানান, গতকাল শনিবার বিকেলে বেলাল ওরফে পিংলা বেলালকে বালুচর থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে একই এলাকার নাছিমা বেগমের কাছ থেকে ছিনতাইকৃত ১ লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে উপশহর থেকে সেলিমকে গ্রেফতার করা হয়। তার কাছে ১৯ হাজার টাকা পাওয়া গেছে। রবিবার তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গোপালটিলা এলাকা থেকে শহরতলীর খাদিমপাড়ার আবু তাহেরের কাছ থেকে ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছিল তিন ছিনতাইকারী।
বিডি-প্রতিদিন/ ২১ আগস্ট, ২০১৬/ আফরোজ