নগরীতে অভিযান চালিয়ে ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় বিপুল ইয়াবা, ফেনসিডিল এবং গাঁজা উদ্ধার করা হয়। শনিবার সারা রাত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, শনিবার সারা রাত নগরীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ৬৯ জনকে গ্রেফতার করা হয়। এসময় সাড়ে তিন হাজার পিস ইয়াবা, এক হাজার ফেনসিডিল এবং ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২১ আগস্ট, ২০১৬/ আফরোজ