গুলশানের জঙ্গি হামলায় জড়িতদের বাড়িভাড়া দেওয়া ও তথ্য গোপন রাখার দায়ে গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাময়িক বরখাস্ত প্রো-ভিসি অধ্যাপক এস এম গিয়াস উদ্দিনসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত। আসামিপক্ষের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে রবিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান এ জামিন দেন।
জামিন পাওয়া তিনজন হলেন গিয়াস উদ্দিন আহসান, তার ভাগ্নে আলম চৌধুরী ও অপর বাড়িওয়ালা নুরুল ইসলাম।
জঙ্গিদের বাড়ি ভাড়া দেওয়ার অভিযোগে গত ১৬ জুলাই রাজধানীর দু'টি এলাকা থেকে বাসার মালিক অধ্যাপক গিয়াস উদ্দিন আহসান, তার ভাগ্নে আলম চৌধুরী, ভবনের ব্যবস্থাপক মাহবুবুর রহমান তুহিন ও অপর বাড়িওয়ালা নুরুল ইসলামকে আটক করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ১৭ জুলাই তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে ঢাকা মহানগর হাকিম তসরুজ্জামানের আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক হুমায়ন কবির। শুনানি শেষে আদালত ৮ দিন রিমান্ড মঞ্জুর করেন। ২৬ জুলাই আট দিনের রিমান্ড শেষে তাদের আদালতে তোলা হয়। এ সময় আসামির আইনজীবী গিয়াস উদ্দিনের জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ রবিবার শুনানি শেষে তিনজনের জামিন মঞ্জুর করেন আদালত।
এদিকে আটকের দু'দিন পর অধ্যাপক গিয়াস উদ্দিন আহসানকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/ এস আহমেদ