রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক এলাকায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সুরাইয়া বেগম নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুর ৩টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সিআইডি সদস্যরা আলামত সংগ্রহ করছেন।
দক্ষিণখান থানার এসআই জাহানারা বেগম কুপিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার ও আলামত সংগ্রহের জন্য আমাদের একটি টিম ঘটনাস্থলে রয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ