গাজীপুরের টঙ্গী খরতৈল আশা মডেল স্কুল রোডে বৃহস্পতিবার ভোরে টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক মো. মামুনকে কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। আহত মামুনকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আহত মামুন বাদী হয়ে ফাটা মনির, জাকির হোসেন, মহিন, রাজিব, শিপনসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে টঙ্গী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, বৃহস্পতিবার ভোর পৌনে পাঁচটার সময় মামুন নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার পথ রোধ করে। এ সময় তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে তারা পালিয়ে যায়।
আহত মামুন জানান, গত কয়েকদিন আগে ফাটা মনিরের ভাই মাদক ব্যবসায়ী জাকিরকে পুলিশে ধরিয়ে দেওয়ার জের ধরে তাকে মেরে ফেলার জন্য এ হামলা চালানো হয়েছে। এ ব্যাপারে থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, থানায় অভিযোগ হয়েছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ