গাজীপুরে সড়ক দুর্ঘটনায় আবদুল করিম (৪৫) নামে এক পল্লী চিকিৎসক নিহত এবং তিনজন আহত হয়েছেন। রবিবার সকাল পৌনে নয়টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল করিম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার জালালিয়া গ্রামের কালু মিয়ার ছেলে।
চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল হামিদ জানান, রবিবার সকাল পৌনে নয়টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তীতে জিরানীগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে একই দিক থেকে আসা অপর একটি মাইক্রোবাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আব্দুল করিম মারা যান এবং গুরুতর আহত হন অপর তিন যাত্রী। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে তেতুইবাড়ির ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল বিশেষায়িত হাসপাতালে ভর্তি করেছে। মাইক্রোবাস ও এর চালককে আটক করেছে পুলিশ।
বিডি-প্রতিদিন/ ১৮ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ