অবৈধ পন্থায় ভর্তি করিয়ে দেওয়ার কথা বলে জালিয়াতি করায় জালাল আহমেদ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ।
জালাল ঢাবি'র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। বুধবার দুপুরে চবি ক্যাম্পাস থেকে তাকে আটক করে হাটাহাজারী থানা পুলিশের হাতে তুলে দেওয়া।
চবির সহকারী প্রক্টর হেলাল উদ্দিন আহম্মেদ চৌধুরী জানান, জালাল আহমেদ চবি'র স্নাতকের ভর্তি পরীক্ষায় অবৈধ পন্থায় টিকিয়ে দেওয়ার কথা বলে বেশ কিছু শিক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়েছেন। বুধবার তিনি চবি ক্যাম্পাসে আসলে ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী তাকে ধরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে পুলিশে হস্তান্তর করে।