সিলেটের গোলাপগঞ্জে স্ত্রী হত্যার অপরাধে অভিযুক্ত আজির উদ্দিন নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজা ভোগ করতে হবে আজির উদ্দিনকে।
বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক জুলফিকার হায়াত এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আজির উদ্দিন কানাইঘাট উপজেলার মমতাজগঞ্জ গ্রামের সোনা উল্লাহর ছেলে।
আদালতের এপিপি হুমায়ূন কবীর জানান, ২০১০ সালের ৩০ মার্চ যৌতুকের দাবিতে স্ত্রী রেশমা বেগমকে মারধর করে গলাটিপে হত্যা করে স্বামী আজির উদ্দিন। এসময় রেশমা সন্তানসম্ভবা ছিলেন। ঘটনার পরদিন নিহতের ভাই শাহীন আহমদ আজির উদ্দিনকে একমাত্র আসামী করে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৬/ফারজানা