বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদ। নিখোঁজের ৫৫ মাস পূর্তির দিন বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ইলিয়াস আলী ৫৫ মাস ধরে নিখোঁজ রয়েছেন। দীর্ঘ এই সময়ের মধ্যে তার সন্ধান দিতে পারেনি সরকার। আগামী ২৩ নভেম্বর সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী। ইলিয়াস আলী সম্পর্কে সুসংবাদ নিয়েই প্রধানমন্ত্রী সিলেট সফরে আসবেন বলে আশা প্রকাশ করি।
মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক শেখ মকন মিয়ার সভাপতিত্বে ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল আহাদ খান জামালের পরিচালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা দিলদার হোসেন সেলিম, আবদুর রাজ্জাক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন লস্কর, বিএনপি নেতা অ্যাডভোকেট আশিক আলী প্রমুখ।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকা থেকে প্রাইভেট কার চালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী।
বিডি-প্রতিদিন/এস আহমেদ