যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের বাংলাদেশ সরকারের কাছে ফিরিয়ে দিতে ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
তিনি বুধবার বিকেলে সেগুনবাগিচাস্থ বিএমএ ভবন মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে উদ্দেশ্য করে নাসিম বলেন, 'যুক্তরাষ্ট্র যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে থাকে, তাহলে সে দেশে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশ সরকারের কাছে ফেরত দিন।'
স্বাচিপের সভাপতি ডা. ইকবাল আর্সলানের সভাপতিত্বে সভায় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েসনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন