খুলনায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন - মাদ্রাসাছাত্র কাজল শেখ (১৮), নসিমন চালক মিলন শেখ (৪৮) ও শ্রমিক মিজানুর রহমান (৪৬)। রূপসা ও ফুলতলা উপজেলায় বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন।
রূপসা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রূপসা উপজেলার খুলনা-মংলা মহাসড়কের সাউদার্ন সি ফুডের সামনে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি নসিমনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এর চালক মিলন মারা যান। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মিজান। এ সময় নসিমনযাত্রী এস্কেন্দার গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত মিলন রূপসা উপজেলার বাগমারা গ্রামের শামসুর রহমানের ছেলে। মিজান একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
ফুলতলা থানার ওসি মুন্সী আসাদুজ্জামান জানান, খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা উপজেলার যুগ্নীপাশা মাদ্রাসার সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়লে ট্রাকের নিচে চাপা পড়ে মাদ্রাসা ছাত্র কাজল মারা যায়।
নিহত কাজল ফুলতলা উপজেলার যুগ্নীপাশা গ্রামের মনিরুল শেখের ছেলে ও গাজীপুর মাদ্রাসার আলীম প্রথম বর্ষের ছাত্র।
বিডি-প্রতিদিন/এস আহমেদ