আধুনিক ব্যবসায়িক জগতের প্রতিযোগিতা এবং ক্রমাগত পরিবর্তনের সঙ্গে নিজেদের প্রস্তুত করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের নিয়ে কর্মশালার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের সংগঠন ‘ভয়েজ অব বিজনেস’।
বৃহস্পতিবার অনুষদের কনফারেন্স হলে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট: দ্যা ফিউচার টুডে’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, এসসিএম ব্যক্তিত্ব ইজাজুর রহমান প্রমুখ।
ইজাজুর রহমান বলেন, শিক্ষাজীবন হতেই শিক্ষার্থীদের ভবিষ্যত প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য প্রশিক্ষিত হতে হবে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ব্যবসায়কে দেখার নতুন দৃষ্টিভঙ্গি। এটি পৃথকভাবে মার্কেটিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে না বরং এটি ব্যবসায়কে নিয়ে সম্মিলিত ভাবে কাজ করে।