অভ্যন্তরীণ রুটে সফলতার সঙ্গে ফ্লাইট পরিচালনার পর দ্বিতীয় আন্তর্জাতিক রুট চট্টগ্রাম-কলকাতায় ফ্লাইট চালু করতে যাচ্ছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। আগামী ১৪ ডিসেম্বর থেকে সপ্তাহে তিনদিন এই রুটে ফ্লাইট চলাচল করবে। শনি, সোম ও বুধবার প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানান নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।
তিনি বলেন, বিকেল ২টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে কলকাতার স্থানীয় সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে পৌঁছবে। কলকাতার স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে চট্টগ্রাম পৌঁছবে। সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। চট্টগ্রাম-কলকাতা-চট্টগ্রাম রুটে প্রোমোশনাল রিটার্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১১ হাজার ৫৫৫ টাকা। তবে এর আগে ১ ডিসেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। এছাড়া ঢাকা-কলকাতা-ঢাকা রুটে সর্বনিম্ন ভাড়া ৯ হাজার ৯৯৯ টাকা। মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও রবিবার এ রুটে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। বেলা ২টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে কলকাতার স্থানীয় সময় বিকেল ৩টায় পৌঁছবে। কলকাতা থেকে স্থানীয় সময় বিকেল ৪টায় ছেড়ে ৫টা ৩৫ মিনিটে ঢাকা পৌঁছবে।
বৃস্পতিবার চট্টগ্রাম নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে উপস্থিত ছিলেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, কোম্পানির হেড অব মার্কেটিং এন্ড সেলস সোহেল মজিদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৫