টঙ্গী টাম্পাকোর দুর্ঘটনায় হতাহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে টঙ্গী বাজারস্থ আইআরআই মিলনায়তনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) টঙ্গী থানা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
টঙ্গী থানা স্কপের সমন্বয়ক ও মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামসুন্নাহার ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিলস এর সহকারী নির্বাহী পরিচালক সুলতাল উদ্দিন আহম্মেদ।
বক্তব্য রাখেন শ্রমিক জোটের সাধারণ সম্পাদক জুয়েল, শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা আসম জাকারিয়া, নির্মাণ শ্রমিক লীগ নেতা রমজান আলী সরকার, দিন ইসলাম লিটন, শরীফ আহমেদ প্রমুখ।