রাজধানীর খিলগাঁওয়ে পুকুরে গোসল করতে নেমে ডুবে ফাইয়াদ হাসান ফুয়াদ (১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বিকালে খিলগাঁওয়ের মেরাদিয়ার কাজী বাড়ি এলাকার এই ঘটনা ঘটে। ফুয়াদ ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়ি গ্রামের মৃত গোলাম ফারুকের ছেলে। সে মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের বাসাবো শাখার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার