চট্টগ্রাম মহানগরের বন্দর ও পতেঙ্গা থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পদার্থ রিএজেন্ট দিয়ে রক্তসহ বিভিন্ন পরীক্ষা করার অভিযোগে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বিকালে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিন ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে জনতা ডায়াগনস্টিক সেন্টার, হলি কেয়ার নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং বন্দর ল্যাব ডায়াগনস্টিক কমপ্লেক্স।
র্যাবের চট্টগ্রাম জোনের সিনিয়র এএসপি সোহেল মাহমুদ বলেন, উত্তর পতেঙ্গায় জনতা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ বেলালকে ২ লাখ টাকা, ল্যাব টেকনিশিয়ান কানন বড়ুয়া ও এক্স-রে টেকনিশিয়ান হাছানকে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। দক্ষিণ হালিশহরে হলি কেয়ার নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক অমল কান্তি দাসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বন্দরটিলায় বন্দর ল্যাব ডায়াগনস্টিক কমপ্লেক্সের মার্কেটিং অফিসার আহসানুল হক এবং ল্যাব টেকনোলজিস্ট গৌতম কুমার পালকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার