কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে ফয়জুল হক (২৭) নামে এক মাদকসেবীকে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এছাড়া আরো ১০ যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার সরকার এ আদেশ দেন। জানা যায়, মো. শাকিল (২২), মো. নাজিম (২০), মো. বাবু (২৫), শহিদুল ইসলাম (২৫), শুভ (২১), আলামিন শুভ (২৫), শাহাবুদ্দিন (৪৫), মাইন উদ্দিন (২০), আলী হোসেন (২২) ও শাহিনকে (২০) এক হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার জানান, ঢাকা জেলা দক্ষিণ পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ওই ১১ মাদকসেবীকে আটক করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় দোষ স্বীকার করায় ১০ জনকে এক হাজার টাকা করে জরিমানা ও একজনকে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার/18