মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী এস এম ইউসুফ আলী (৮৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা মেডিকলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বেলা সাড়ে ১১টায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঢামেক হাসপাতালের নতুন ভবনে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ইউসুফ আলী মারা যান।
এর আগে একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে ১৮ জুলাই জামালপুরের যুদ্ধাপরাধী এস এম ইউসুফ আলীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।