নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে অংশ নেবে বিএনপি। তবে সারা দেশের ৬১টি জেলা পরিষদের নির্বাচন বর্জন করবে তারা।
বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বৈঠকের মাঝখানে বাইরে এসে এসব সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিডি-প্রতিদিন/ ১৭ নভেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন