রাজধানীতে স্ত্রীর (২৭) গোপনাঙ্গে এসিড ঢেলে দিয়েছে পাষণ্ড স্বামী। পশ্চিম কাফরুলে এক বাসায় আজ শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শিমুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাসায় নিয়ে যায় পরিবারের সদস্যরা। এ ঘটনায় স্বামী পারভেজ মিয়াকে আটক করেছে পুলিশ।
মেয়েটির ভাই জানান, তোর বোন সেলাইয়ের (দর্জি) কাজ করে কিন্তু তার ভগ্নিপতি পারভেজ মিয়া কিছুই করে না। বেকার অবস্থায় ঘরেই বসে থাকে। এ বিষয় নিয়ে তাদের সংসারে মাঝে মাঝেই কথা কাটাকাটি হতো। শুক্রবার ভোর বেলাতেও তাদের মধ্যে কাজ করা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পারভেজ তার বোনের (পারভেজের স্ত্রী) গোপনাঙ্গে এসিড ঢেলে দেয়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে পারভেজকে ধরে পুলিশে সোপর্দ করে।
শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান, ওই গৃহবধুর পরিবার থেকে মামলা করা হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ