রাজধানীর কারওয়ান বাজারে ডিম ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় লতিফুজ্জামান নামে এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। আটক লতিফুজ্জামান কনস্টেবল পদে ডিএমপি ট্রাফিক জোনের উত্তর বিভাগের গুলশান জোনে কর্মরত ছিলেন। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডিম ব্যবসায়ী আবদুল বাসির জানান, ডিম সাপ্লাই দিয়ে শুক্রবার ভোর ৫টার দিকে ভ্যানে করে তেজগাঁওয়ে ডিমের আড়তে ফিরছিলেন তিনি। এ সময় তার সঙ্গে ৪৪ হাজার টাকা ছিল।
তিনি ও ভ্যানচালক কারওয়ান বাজার মোড়ে পৌঁছলে মোটর সাইকেলযোগে পুলিশের কনস্টেবল লতিফুজ্জামান ও এক আনসার সদস্য তাদের পথরোধ করেন। তারা আমাদের পকেট সার্চ করতে যান। এ সময় আমি পকেটে থাকা টাকা ও চাবি বের করলে তারা টাকা টান দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমি এ সময় একজনকে জাপটে ধরে ফেলি এবং ডাকাত ডাকাত বলে চিৎকার করতে থাকি। পরে আশপাশের লোকজন ও দায়িত্বরত পুলিশ সদস্যরা এসে লতিফুজ্জামানকে আটক করে শাহবাগ থানায় খবর দেয়। লতিফুজ্জামানের সঙ্গে থাকা আনসার সদস্য পালিয়ে যান।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, পালিয়ে যাওয়া ব্যক্তি আনসার নয়, সেও পুলিশ সদস্য। তাকে ধরারও চেষ্টা চলছে। শাহবাগ থানার ওসি আবুবকর সিদ্দিক জানান, দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলাসহ অন্যান্য আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর, ২০১৬/ফারজানা