আগামীকাল শনিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা। এতে ২ হাজার ৩০টি আসনের বিপরীতে ২ লাখ ২০ হাজার ২৯৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। ফলে প্রতি আসনের বিপরীতে ১০৯ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামীকাল শনিবার ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ২০ নভেম্বর ‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ), ২১ নভেম্বর ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) এবং ‘এইচ’ ইউনিট (আইআইটি), ২২ নভেম্বর ‘এফ’ ইউনিট (আইন অনুষদ), ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ‘জি’ ইউনিট (আইবিএ-জে ইউ), ২৩ নভেম্বর ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল নয়টায় প্রথম শিফট শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও সূচি বিশ্বদ্যিালয়েল ওয়েবসাইটে (www.juniv.edu/admission) পাওয়া যাবে।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৬/হিমেল