'বঙ্গবন্ধুকে কটুক্তিকারী শিবির কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ' শিরোনামে বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ভার্সনে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্র এবং সাংবাদিক সুব্রত মন্ডল। প্রতিবাদ লিপিতে সুব্রত জানিয়েছেন, গত ১৬ নভেম্বর প্রকাশিত ওই খবরে উদ্দেশ্য প্রণদিতভাবে তাকে, মীর রওশন আলী এবং ফখরুল ইসলাম নামের আরও এক সাংবাদিককে জড়ানো হয়েছে।
প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করে প্রতিবাদ লিপিতে বলা হয়, সংশ্লিষ্ট ঘটনার অভিযোগপত্র প্রক্টর কার্যালয়ে জমা থাকলেও প্রতিবেদনে তা উল্লেখ না করে মিথ্যাচার নগ্নভাবে তুলে ধরা হয়েছে।
প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, প্রতিবেদনে তাদের 'শিবির পন্থী' সাংবাদিক বলে আখ্যা দেওয়া হয়েছে যা তাদের সম্মান হানিসহ নিরাপত্তাহীন করে তুলেছে।
বিডি প্রতিদিন/১৮ নভেম্বর ২০১৬/হিমেল