গুলিবিদ্ধ হয়ে রাজশাহী জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার মাইনুল ইসলাম (৫৯) নিহত হওয়ার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় এ মামলা দায়ের করেছে।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, 'মাইনুল ইসলামকে হত্যা করা হয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার এক ছেলেসহ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেও কোনো তথ্য পাওয়া যায়নি। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। তারা দাবি করেছেন, মাইনুল ইসলাম আত্মহত্যা করেছেন। তাই এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলায় দায়ের করা হয়েছে।
সূত্রে জানা যায়, বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর হোসনীগঞ্জ এলাকায় নিজ বাসায় মাথায় গুলিবিদ্ধ হন মাইনুল ইসলাম। বাড়ির বাইরে বসার একটি ছোট ঘরে গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিলেন তিনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/ ১৮ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৪