রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে মারামারির ঘটনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই আবাসিক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে হল প্রশাসন। শনিবার দুপুরে পাওনা টাকা পরিশোধকে কেন্দ্র করে এ মারামারির ঘটনা ঘটে।
বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন, রাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ও হলের ১২১ নম্বর কক্ষের আব্দুর রহমান পলাশ এবং একই বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী হলের ১২২ নম্বর রুমে থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সপ্তাহ খানেক আগে মোহাম্মদ আলী পলাশের কাছ থেকে ৩০০ টাকা ধার নেন। ওই ধারের টাকা পরিশোধ নিয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে মোহাম্মদ আলীকে থাপ্পর মারেন পলাশ। এ ঘটনায় মোহাম্মদ আলী হল প্রশাসনের নিকট একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ অনুযায়ী শনিবার বিকেল ৫টায় মীমাংসার জন্য বসার কথা ছিল। কিন্তু দুপুরে আবারও তাদের কথাকাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে হলের পিলারের সঙ্গে ধাক্কা লেগে মাথা ফেটে যায় পলাশের। পরবর্তীতে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় মোহাম্মদ আলী বলেন, ‘আমি ধারের তিনশত টাকা তাকে পরিশোধ করে দিয়েছিলাম। কিন্তু তিনি তা অস্বীকার করেন এবং আমাকে শুক্রবার রাতে থাপ্পড় মারেন। এছাড়া আজকে তিনি আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। এসময় তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয় এবং আমাকে মারধর শুরু করেন। আত্মরক্ষার্থে আমি তাকে ধাক্কা দেই।’
এ ব্যাপারে হল প্রাধ্যক্ষ অধ্যাপক অনিল চন্দ্র দেব বলেন, বিষয়টি শোনার পর আমরা হল কর্তৃপক্ষ আলোচনা করে হলের সার্বিক শৃঙ্খলা রক্ষার্থে তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকেও জানানো হয়েছে। পরবর্তীতে তারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
বিডি প্রতিদিন/ ১৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-৬