চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মহাসড়কের পটিয়া উপজেলার কমলমুন্সি হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন: মো. জাহাঙ্গীর আলম এবং মো. রুবেল।
চমেক হাসপাতালের সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে জাহাঙ্গীর ও রুবেল নগরীর দিকে যাচ্ছিলেন। তাদের বহন করা মোটরসাইকেলটি কমলমুন্সি হাট এলাকায় আসলে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর নিহত হন। মুমূর্ষু অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা রুবেলকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ১৯ নভেম্বর, ২০১৬/ আফরোজ-১৯