ক্যান্সার মোকাবেলায় সমাজের সবাইকে যার যার সক্ষমতা আর আন্তরিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা সিটি কর্পোরেশন উত্তরের মেয়র আনিসুল হক।
আজ শনিবার রাজধানীর আর্মি গলফ্ ক্লাব-এ অনকোলোজি ক্লাব ও সার্ক ফেডারেশন অব অনকোলোজিস্ট এর যৌথ আয়োজোনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যান্সার কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
আনিসুল হক বলেন, তুমুল গণ-সচেতনতা না গড়ে তুলতে পারলে ক্যান্সারের ভয়াবহতা থেকে পরিত্রাণ পাওয়া প্রায় অসম্ভব। এজন্য তিনি তরুণদের কাজে লাগানোর পরামর্শও দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. এমএ হাই। দুই দিনব্যাপী এ আন্তর্জাতিক কংগ্রেসে ইউনিভার্সিটি অব বোলোনিয়া, ইটালি, হার্ভার্ড মেডিকেল স্কুল, বস্টন, যুক্তরাষ্ট্র, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, টাটা মেমোরিয়াল সেন্টার, ভারত, নেপাল ক্যান্সার হসপিটাল ও রিসার্চ সেন্টার, ইউনিভার্সিটি অব নিউ ক্যাসেল, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান এবং বাংলাদেশের খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞ ( অনকোলজিস্ট), বৈজ্ঞানিক ও গবেষকবৃন্দ অংশ নেন।
বিডি প্রতিদিন/ ১৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৫