নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান বলেছেন, '২০১৩, ১৪ ও ১৫ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত জোটের আগুন সন্ত্রাস ও গণহত্যার বিচার করতে হবে। ৭১ সালের গণহত্যার যেমন বিচার হয়েছে, বঙ্গবন্ধু হত্যার যেমন বিচার হয়েছে, তেমনি এই গণহত্যাকারীদেরও বিচার করে দেশকে পাপমুক্ত করাসহ পাকিস্তানের ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এই দুটি দাবিতে তৃনমূল পর্যায় থেকে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ গড়ে তোলা হয়েছে।'
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান ওই মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি। তিনি বলেন, 'মুক্তিযুদ্ধের ১৬ খণ্ডের ইতিহাস রয়েছে। এর তৃতীয় খণ্ডের কয়েকটি পাতা জিয়াউর রহমান পরিবর্তন করেছেন। ওই সময় জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা পরিবর্তনের ষড়যন্ত্র হয়েছিল। তাদের সেই ষড়যন্ত্র এখনও চলছে। তাদের উদ্দেশ্য শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা। শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।'
শাজাহান খান অভিযোগ করে বলেন, পকিস্তান এই দেশে জঙ্গি রফতানি করছে। তারা এখনও আন্তর্জাতিক মহলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নতুন প্রজন্মকে এসবের বিরুদ্ধে লড়াই করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হবে।
জেলা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীকের সভাপতিত্বে মববিনিময় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রিয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা।
বিডি প্রতিদিন/ ১৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-১৭