রাজধানীর চকবাজার এলাকায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মেহেদী নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে রাজধানীর ইসলামবাগ থেকে ওই যুবককে আটক করা হয়।
আটক মেহেদী মতিঝিল এলাকার বাসিন্দা। সে একটি ব্যাংকের পিয়ন হিসেবে কর্মরত। ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাসা মিরপুরে।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেহেদী মেয়েটিকে ইসলামবাগে অবস্থিত তার এক কলিগের বাসায় নিয়ে গিয়ে এ ঘটনা ঘটায়।
তিনি অারও বলেন, সম্ভবত তাদের মধ্যে পূর্বের সম্পর্ক ছিল। মেয়েটিকে যে বাসায় নিয়ে যাওয়া হয়েছে সে বাসায় খোঁজখবর নেওয়া হচ্ছে। মেহেদী ও ওই মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।
ধর্ষণের স্বীকার মেয়েটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/ ১৯ নভেম্বর ২০১৬/ এনায়েত করিম-২০