রাজধানীর ধানমণ্ডি থেকে আসিফ ওয়াদুদ নামের ৬৫ বছরের অবসরপ্রাপ্ত এক প্রকৌশলী নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুর ১টার সময় কাউকে কিছু না বলে ধানমণ্ডির সাত মসজিদ এলাকার বাসা থেকে তিনি বেরিয়ে যান, এরপর আর কারও সঙ্গে যোগাযোগ করেননি। তিনি ডিমেনশিয়া (হঠাৎ স্মৃতি হারিয়ে ফেলা) রোগে ভুগছেন।
শনিবার রাতে আসিফ ওয়াদুদের পরিবার ও তার মেয়ে আয়েশা ফারজানা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, ঘটনার পর শনিবারই ধানমণ্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর- ৮৪৯/১৯ নভেম্বর, ২০১৬।
আয়েশা ফারজানা জানান, দুপুরের পর থেকে বাবার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল লাইট কালারের ফুলহাতা শার্ট এবং চেকের লুঙ্গি। যদি কোনো ব্যক্তি তার সন্ধান পান তাহলে ০১৮১৯২৭৬২১১ ও ০১৭১৪৯৬৩৮৭৮ এই নম্বরে যোগাযোগের অনুরোধ করেছেন তিনি।
বিডি-প্রতিদিন/২০ নভেম্বর, ২০১৬/মাহবুব