সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বরিশালে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা। রবিবার সকাল ১১টায় সারা দেশের সাথে বরিশাল বিভাগের ৬ জেলার ৫১৫ কেন্দ্রে একযোগে শুরু হয় পিএসসি পরীক্ষা। প্রথম দিন অনুষ্ঠিত হয় ইংরেজী পরীক্ষা। বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৬৯ হাজার ৫শ’ ৯৪ জন। এরমধ্যে ছাত্র ৭৬ হাজার ৭শ’ ৩০ জন এবং ছাত্রী ৯২ হাজার ৭শ’ ৫৯ জন।
মোট পরীক্ষার্থীর মধ্যে বাংলা ভার্সনে এক লাখ ৬৯ হাজার ৪৮৯ জন এবং ইংরেজী ভার্সনের পরীক্ষার্থী ১০৫ জন।
বরিশাল জেলায় ১৪৪ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৫১০ জন। ভোলা জেলায় ৯১ কেন্দ্রে ৩৮ হাজার ৩১৯ জন, বরগুনার ৫৯ কেন্দ্রে ১৮ হাজার ১৯১ জন, পটুয়াখালী জেলায় ১০০ কেন্দ্রে ৩২ হাজার ১৫৯ জন, ঝালকাঠী জেলার ৪০ কেন্দ্রে ১১ হাজার ৭৫৭ জন এবং পিরোজপুর জেলার ৮১ কেন্দ্রে পরীক্ষার্থী ১৯ হাজার ৬৩৪ জন।
এদিকে একই দিন শুরু হওয়া ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় বরিশাল বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৫৭৮ জন। এদের মধ্যে ১৫ হাজার ২০৪ জন ছাত্র ও ১৩ হাজার ৩৭৪ জন ছাত্রী।
বিডি প্রতিদিন/২০ নভেম্বর ২০১৬/হিমেল