রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অশালীন আচরণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই কর্মসূচি চলে। এতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও রামেক হাসপাতালে ইন্টার্নদের হাতে লাঞ্ছিত ব্যক্তি ও বিভিন্ন সুধি সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বিক্ষোভ চলাকালে তারা ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে নানা শ্লোগান দেন।
এসময় বক্তারা বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত এক বছর যাবৎ চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। বেপরোয়া ইন্টার্ন চিকিৎসকরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনদের পিটিয়ে আহত করে পুলিশের হাতে তুলে দিচ্ছে। যেখানে মানুষ সুস্থ্ হতে যায়, সেখানেই তাদের পিটিয়ে রক্তাক্ত জখম করে দেওয়া হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।
বক্তারা আরও বলেন, রামেক হাসপাতালের ইন্টার্নরা ভুল চিকিৎসায় রোগীদের হত্যা করছে। এর প্রতিবাদ করলে রামেক ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম অপুর নেতৃত্বে বার বার রোগীর স্বজনদের ওপর হামলা হচ্ছে। এদের নেতৃত্বে দিচ্ছেন ডা. মহিবুল ইসলাম ও রইস উদ্দিন। তারা চিকিৎসক নয়, তারা সন্ত্রাসী। তারা মাদকসেবী। কোনো মাদকসেবীর সুস্থ মানসিকতা থাকে না। তাদের দিয়ে চিকিৎসাও হয় না। অবিলম্বে এদের হাসপাতাল থেকে প্রত্যাহার করতে হবে।
বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী লিকু। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংগঠনটির সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী জেলা জজ আদালতের আইনজীবী এন্তাজুল হক বাবু, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, নারী উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা বেগম প্রমুখ।
বিডি প্রতিদিন/২০ নভেম্বর ২০১৬/হিমেল