২০১৭ সালের ১ জানুয়ারি সাংবাদিক সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।
প্রতিবেদন দাখিলের ধার্য দিন রবিবার র্যাব প্রতিবেদন না দেওয়ায় ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম নতুন এ দিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি এই সাংবাদিক দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপপরিদর্শক (এসআই)। চার দিন পর এ হত্যা মামলার তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়। পরে ওই বছরের ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে হত্যা মামলার তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়।