স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মওলানা আবদুল হামিদ খান ভাসানী তার পুরো রাজনৈতিক জীবনে গণতন্ত্র ও মজলুম মানুষের জন্য সংগ্রাম করে গেছেন। মওলানা ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মহাসচিব সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক আদর্শকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে।
আজীবন আপোষহীন, সাম্রাজ্যবাদ-আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম আর জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মহান সাধক মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী গত ১৭ নভেম্বর সারাদেশে পালন করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার/23