প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল মাহবুবুল হক শাকিলের মৃত্যু বিষক্রিয়ায় নাকি স্বাভাবিক তা জানতে ভিসেরা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ। ময়নাতদন্ত শেষে তিনি এ কথা জানান। খবর বিবিসি বাংলা।
কতক্ষণ আগে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে কোনো ধারণা পাওয়া যাচ্ছে কিনা জানতে চাইলে ডা. সোহেল মাহমুদ বলেন, ময়নাতদন্ত কার্যক্রমের সময় থেকে ৩৬ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়েছে বলে মনে হচ্ছে। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ ০৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ