বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আজ দুই স্বৈরাচার মিলে দেশে ‘ফ্যাসিবাদ’ কায়েম করেছে। এ কারণে দেশে রাজনৈতিক সংকট চলছে, ক্রান্তিকাল অতিক্রম করছে।
স্বৈরাচার হঠানোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফ্যাসিবাদ তাড়াতে হবে মন্তব্য করে মোশাররফ হোসেন বলেন, জনগণ যেদিন মাঠে নামবে সেদিন কোনো ফ্যাসিবাদ টিকে থাকতে পারবে না। আমাদের পুরোনো অভিজ্ঞতা কাজে লাগতে হবে।
বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ড. মোশাররফ হোসেন বলেন, নির্মম হত্যাকাণ্ডের পর চট্টগ্রামের জনগণ জিয়াউর রহমানের মরদেহ পাহাড়ের জঙ্গল থেকে খুঁজে বের করে ঢাকায় পাঠিয়েছিল। সেদিন সারা দেশ থেকে লাখ লাখ মানুষ পায়ে হেঁটে ঢাকায় এসে জিয়াউর রহমানের জানাজায় শরিক হয়েছিল।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনার প্রিয় ভাইকে (হুসেইন মুহম্মদ এরশাদ) জিজ্ঞেস করেন, তার কাঁধে বহন করে কার মরদেহ ওখানে (জিয়ার মাজার) দাফন করা হয়েছিল?
জিয়ার মাজারে হাত দিলে আগুনে হাত দেওয়া হবে মন্তব্য করে ড. মোশাররফ হোসেন বলেন, মরদেহের উপর হস্তক্ষেপ করবেন? মাজার তুলে দেবেন? মুখে বলেছেন-তাতে জনগণ ফুঁসে উঠেছে। মাজারে হাত দিলে কেউ বসে থাকবে না। ক্ষমতার পটপরিবর্তন হলে জনগণ দেশের অন্য মাজারগুলোতেও হাত দেবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা শামসুজ্জামান দুদু, আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম প্রমুখ।