বাংলাদেশ ইতিহাস সমিতির ৫০ বছরপূর্তি উপলক্ষে আগামী শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে দেশি-বিদেশি খ্যাতনামা ইতিহাসবিদরা অংশ নেবেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাবভনের ইতিহাস বিভাগের এ আর মল্লিক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইতিহাস সমিতির সভাপতি অধ্যাপক শরিফ উল্লাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক আশা ইসলাম নাঈম, ঢাবি ইতিহাস বিভাগের শিক্ষক আকসাদুল আলম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস প্রমুখ।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের ড. দিপেশ চক্রবর্তী, অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের ড. রিচার্ড এটন, ভারতের জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ড. কুনাল চক্রবর্তী ও ড. তানিকা সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সোনিয়া নিশাত আমিনসহ আরও অনেক নামকরা দেশি বিদেশি ইতিহাস বিশেষজ্ঞ শুক্রবারের সেমিনারে অংশ নেবেন।
বাংলাদেশ ইতিহাস সমিতির সাবেক সভাপতি অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ ‘৫০ বছরে বাংলাদেশে ইতিহাস গবেষণা’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্তাপন করা হবে বলেও জানানো হয়। এছাড়া ‘আত্মসত্তার রাজনীতি: দক্ষিণ এশিয়ার পরিপ্রেক্ষিত’ শীর্ষক প্যানেল আলোচনা ও বিতর্ক অনুষ্ঠিত হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
ইতিহাস চর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক সুমিত সরকার, অধ্যাপক আবদুল মমিন চৌধুরী ও অধ্যাপক এম মোফাখারুল ইসলামকে অনুষ্ঠানে স্বর্ণপদক প্রদান করা হবে।
বিডি-প্রতিদিন/০৭ ডিসেম্বর, ২০১৬/মাহবুব