বরিশাল নগরীর সিএন্ডবি রোড সংলগ্ন সেন্ট্রাল হাসপাতালের পাশে (টিটিসি’র পেছনে) একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে পুলিশের এক উপ-পরিদর্শকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার কিছু আগে এই ঘটনা ঘটে।
প্রতিবেশিদের মধ্যে কেউ কেউ বলেছেন, বহুতল ভবনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সানজিদা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে তার পরিবারের দাবি, ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে সানজিদা (১৯)।
সে ঝালকাঠী জেলার নলছিটির মো. আবু গাজীর মেয়ে। তার স্বামী এসআই মো. মাসুম বিল্লাহ বর্তমানে ঢাকার মিরপুরে পুলিশের দাঙ্গা দমন বিভাগে কর্মরত।
সানজিদা ননদ ও দেবরকে নিয়ে নগরীর সিএন্ডবি রোড সংলগ্ন সেন্ট্রাল হাসপাতালের পাশে কোরিয়া প্রবাসী নাসির উদ্দিনের ৫তলা ভবনের একটি ফ্লাটে ভাড়া থাকতেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী মডেল থানার এসআই মমিনুল ইসলাম জানান, ৬ মাস আগে এসআই মো. মাসুমের সাথে সানজিদার বিয়ে হয়। গত ৪ মাস ধরে সানজিদা ননদ ও দেবরকে নিয়ে নগরীতে ভাড়া থাকতেন। প্রতিবেশিরা পুলিশকে জানিয়েছে, সানজিদা ও মাসুমের মধ্যে পারিবারিক কলহ চলছিল। বুধবার সন্ধ্যার আগে ননদ উম্মে সালমার সাথে সানজিদা ভবনের ছাদে ওঠে। আকস্মিক ৫ তলার ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনাণা করেন।
কোতয়ালী থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/০৭ ডিসেম্বর, ২০১৬/মাহবুব