রূপালী ব্যাংকের তিন কর্মকর্তাকের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ।
বুধবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে বিপুল সংখ্যক রাষ্ট্রায়ত্ব বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন। পরে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লায়ন হামিদুল হক সখা, সাধারণ সম্পাদক শওকত হোসেন সজল, শাব্বির আহমেদ শিমুল, সোনালী ব্যাংকের বঙ্গমাতা পরিষদের সভাপতি আব্দুল খালেক প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৭ ডিসেম্বর, ২০১৬/আলী রিয়াজ/মাহবুব