সিলেটে কলেজছাত্র মিসবাহ উদ্দিন হত্যার প্রধান আসামি কবীর আহম্মেদকে ঢাকার সাভার থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফয়াজ উদ্দিন ফয়েজ।
কবীর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেঁতলী ইউনিয়নের বলদী গ্রামের সোনা মিয়ার ছেলে। গ্রেফতারের পর তাকে সিলেট নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে শনিবার রাত ৮টার দিকে নগরীর জিন্দাবাজার কাস্টমস অফিসের সামনের সড়কে প্রকাশ্যে মিসবাহ উদ্দিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বিডি-প্রতিদিন/০৮ ডিসেম্বর, ২০১৬/মাহবুব