লাল, নীল, হলুদ আলোর ঝলকানিতে ফের রঙিন হয়ে উঠলো আকাশ। রাজধানীর হাতিরঝিলে হাজির হওয়া হাজার হাজার উৎসুক মানুষ চিৎকার করে আলোক উৎসবে নিজের গলা মেলালো। বাংলাদেশের দৈনিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তিন হাজার থেকে ১৫ হাজার মেগাওয়াটে উন্নীত হওয়ায় জনসাধারণের জন্য এ আলোক উৎসবের আয়োজন করে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনেও আয়োজন করা হয়েছিল আলোক উৎসবের।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় আলোক উৎসবের উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এ সময় বিদ্যুৎ বিভাগের উন্নয়নের চিত্র তুলে ধরেন তিনি।
আতশবাজি, লেজার শো এবং আলো দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি দেখানো হয়। এর আগে রবি ঠাকুরের ‘আলোকের এই ঝরণা ধারায় ধুইয়ে দাও...’ গানে নাচের মধ্য দিয়ে উৎসব শুরু হয়।
উৎসবে অংশ নিতে বিভিন্ন প্রান্ত থেকে হাতিরঝিলে ভিড় জমায় রাজধানীবাসী।
বিডি-প্রতিদিন/এস আহমেদ