চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার কর্নেল হাটের মুকিম তালুকদার পাড়ার এক ‘জঙ্গি আস্তানায়’ থেকে ‘হরকাতুল জিহাদের’ পাঁচ সদস্যকে গ্রেফতারের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে আকবর শাহ থানায় মামলাগুলো দায়ের করেন র্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) গোলাম রব্বানী।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি সোহেল মাহমুদ বলেন, প্রতিটি মামলাতেই গ্রেফতার পাঁচজনকে আসামি করা হয়েছে। মামলাগুলো করা হয়েছে বিস্ফোরক, অস্ত্র ও সন্ত্রাসদমন আইনে।
উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার কর্নেল হাটের মুকিম তালুকদার পাড়ার একটি 'জঙ্গি আস্তানা' থেকে বৃহস্পতিবার সকালে ৩ জনকে আটক করেছে র্যাব। এ সময় ওই বাড়ি থেকে বোমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
এর আগে, বুধবার দিবাগত রাতে নগরীর এ কে খান মোড় থেকে অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে সকালে ওই বাড়িতে অভিযান চালায় র্যাব।
আটক ৫ জঙ্গি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি) এর সদস্য বলে জানিয়েছেন র্যাব-৭-এর পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ।
বিডি প্রতিদিন/ ০৯ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম