ঢাকা বিশ্ববিদ্যালয়েরে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, একজন মানুষ আরেক জন মানুষের ক্ষতি করবে, এটা কখনই কাম্য হতে পারে না। ধর্মের নামে অধর্ম-সন্ত্রাস ও জঙ্গিবাদ দ্রুত দমন করতে হবে। ধর্মের নামে যারা মানুষ হত্যা করে তারা অমানুষ। আজ দুপুরে টিএসসি অডিটরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের ৫০ বছর পূর্তি উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার জন্য ৩০ লাখ মানুষ জীবন দিয়েছেন। দেশের জন্য জীবন দেওয়া শ্রেষ্ঠ মৃত্যু। এর চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. আখতারুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার