ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৭টি জায়াগায় ১২টি মার্কেট ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন মেয়র মো. আনিসুল হক। পাশাপাশি ১৪১টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে বলেও তিনি জানান।
মঙ্গলবার দুপুরে গুলশান-২ এর ৯০ নম্বর সড়কের ইউনিমার ভবনে ডিএনসিসি’র মার্কেট ও ব্যক্তি মালিকানাধীন ঝুকিপূর্ণ ভবন সম্পর্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
রাজউক ও উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা এসব ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করেছেন জানিয়ে মেয়র আনিসুল হক বলেন, সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে গুলশান-২ এর কাঁচা-পাকা মার্কেট, খিলগাঁওয়ের কাঁচা মার্কেট, খিলগাঁও সুপার মার্কেট, কারওয়ানবাজার কাঁচা ও চিকেন মার্কেট, মোহাম্মদপুর টাউন হল মার্কেট উল্লেখযোগ্য।
তিনি বলেন, ইতিমধ্যে এ ঝুঁকির বিষয়টি মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দিয়ে অবগত করা হয়েছে। কিন্তু মার্কেটের ব্যবসায়ীরা এর কোনো তোয়াক্কা করছেন না।
সংবাদ সম্মেলন প্রজেক্টরের মাধ্যমে ঝুঁকিপূর্ণ মার্কেট ও ভবনের ছবি দেখানো হয়। মেয়র আসিনুল হকসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৭/মাহবুব