রাজধানীর বংশাল এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে দুই শ্রমিক দগ্ধসহ তিনজন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বংশালের সাতরওজা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান
ফায়ার সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থালে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধরা হলেন তারেক মাহমুদ (২০), কামাল হোসেন (১৭)। এছাড়া ভবন থেকে দ্রুত নামতে গিয়ে হানিফ মিয়া (৩৫) নামে একজন আহত হন। তারা সবাই ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করছিলাম। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আগুনে তারেকের ২০ শতাংশ এবং কামালের ৪৫ শতাংশ পুড়ে গেছে।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৭/মাহবুব