চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহভাজন ১৪ জন ‘ভুয়া ওমরাহ যাত্রী’কে আটক করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এদের মধ্যে সাতজন নারী। আজ সকালে বিমানে ওঠার জন্য ইমিগ্রেশনে হাজিরের পর তাদের আটক করা হয়।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে সাতজন নারী ওমরাহ ভিসায় সৌদিআরব যাওয়ার চেষ্টা করেছিল। নিয়ম অনুযায়ী তাদের সঙ্গে একজন করে মাহরাম (নিকটাত্মীয়) নেওয়ার কথা থাকলেও যে সাত পুরুষকে সঙ্গে নেওয়ার চেষ্টা করা হয়েছে তারা কেউই নিকটাত্মীয় নন। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় তদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখার পুলিশ সুপার (এসপি-ইমিগ্রেশন) মো.শাহরিয়ার আলম বলেন, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে সাতজন কেউই তাদের নিকটাত্মীয় নন। ধারণা করছি এরা সবাই দালাল। আটক ১৪ জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে এ ঘটনায় পৌনে দুই ঘণ্টা বিলম্বে এয়ার এরাবিয়ার বিমানটি সকাল ১১টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।
বিডি প্রতিদিন/১৮ জানুয়ারি ২০১৭/হিমেল