রাজধানীর তেজগাঁওয়ে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আব্দুল আজিজ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। বুধবার দুপুর ৩টার দিকে তেজগাঁওয়ের তেজকুনি পাড়ায় খেলাঘর মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় যুবক ও নিহত আজিজের বন্ধু জসিম জানান, খেলা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে সাইমন ও মনিসহ কয়েকজন যুবক আবুল আজিজকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে বিকেল সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, এ ঘটনায় সাইমন, মনির জুয়েলসহ পাঁচ জনকে আটক করে তেজগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
বিডি-প্রতিদিন/১৮ জানুয়ারি, ২০১৭/মাহবুব