রাজধানীর শ্যামপুরে প্রতিবন্ধী (১৩) কিশোরীকে ধর্ষণের অভিযোগে মীর সেলিম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যায় ঘটলেও পারিবারিক সূত্রে আজ বুধবার জানা গেছে।
আজ দুপুরে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে শ্যামপুর থানা পুলিশ।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আবদুর রাজ্জাক জানান, ওই প্রতিবন্ধী কিশোরী তার পরিবারের সঙ্গে শ্যামপুর এলাকায় বসবাস করে।
মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্ত সেলিম তাদের বাসায় গিয়ে ওই কিশোরীকে একা পেয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করে কিশোরীর পরিবার।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করলে সেলিমকে গ্রেফতার করা হয় বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/৮ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম